
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে মৌলভীবাজারে বিকাশ ধর দীপ্ত (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) জেলা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে বিকাশ ধর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ছবিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করে। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি স্ক্রিনশটে তাকে মুসলিম সম্প্রদায়কে ‘জঙ্গি’ বলেও কটূক্তি করতে দেখা গেছে।
বিকাশ ধরের এই মন্তব্য মুহূর্তের মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এর ফলে মৌলভীবাজারসহ সারাদেশে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে বিকাশ ধর দ্রুত তার বিতর্কিত মন্তব্য মুছে ফেলে এবং নিজের ফেসবুক আইডি থেকে ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করে। তবে তার এই পদক্ষেপ জনরোষ থামাতে পারেনি।
এই ঘটনায় মৌলভীবাজার সদর উপজেলার আব্দুল কাদির রতন নামের এক ব্যক্তি বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্য প্রযুক্তি আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. মাহবুবুর রহমানের বরাত দিয়ে জেলা পুলিশের মিডিয়া সেল জানান, গ্রেফতারকৃত বিকাশ ধর প্রাথমিকভাবে তার দোষ স্বীকার করেছে। বৃহস্পতিবার সে তার পরিবারের সদস্যদের সাথে মৌলভীবাজার সেনা ক্যাম্পে আত্মসমর্পণ করে।
তিনি আরও জানান, আটকের পর পুলিশ বিকাশ ধরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকায় তার মামার বাড়ি থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিকাশ ধর দীপ্ত মৌলভীবাজার সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বিধান ধরের পুত্র। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।