বিদ্যা সিনহা মিম অভিনীত টালিউড সিনেমা ‘মানুষ’-এর মুক্তি দিন ঘনিয়ে আসায় দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়েছে। সিনেমাটিতে মিম একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।
রোববার (১৯ নভেম্বর) বিদ্যা সিনহা মিম তার ফেসবুকে পুলিশ অফিসার মন্দিরার চরিত্রে একটি ছবি পোস্ট করেন। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ছবিতে বিদ্যা সিনহা মিমকে পুলিশের পোশাকে দেখা গেছে। তার চোখে তীব্র দৃষ্টি এবং মুখাবয়বে একধরনের শান্ত শক্তির প্রকাশ ঘটেছে।
এদিকে বিদ্যা সিনহা মিমের এই ছবি দেখে তার ভক্তরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, সিনেমাটিতে বিদ্যা সিনহা মিম তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবেন।
‘মানুষ’ সিনেমা প্রযোজনা করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার। আগামী শুক্রবার (২৪ নভেম্বর) সিনেমাটি মুক্তি পাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC