দেশের বিভিন্ন জেলায় কয়েকদিনের টানা বৃষ্টির পর গতকাল থেকে কমতে শুরু করেছে বৃষ্টি। একই সাথে বাড়ছে তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতা। এর ফলে সারা দেশে শুরু হয়েছে ভ্যাপসা গরম।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সোমবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়েই থেমে থেমে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে, যার ফলে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর তথ্য বলছে, বর্ষাকালে বাতাসে স্বাভাবিকভাবেই আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। কিন্তু গত শনিবার (১৩ জুলাই) দেশের ৫১টি আবহাওয়া স্টেশনের মধ্যে ২৮টিই ছিল বৃষ্টিহীন। বৃষ্টির এই অপ্রতুলতা এবং উচ্চ আর্দ্রতা — এই দুইয়ের সম্মিলিত প্রভাবে দেশজুড়ে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের প্রায় সর্বত্র এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
চলতি মাসের শুরু থেকেই সাগরে লঘুচাপ এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছিল। বিশেষ করে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হয়।
গত ৮ জুলাই ফেনীতে রেকর্ড পরিমাণ ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, যা ছিল এ বছরের সর্বোচ্চ। এই ভারী বৃষ্টির কারণে ফেনীতে বন্যা এবং নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে টানা প্রায় এক সপ্তাহ বৃষ্টির পর গত বৃহস্পতিবার থেকে ফেনীতে বৃষ্টির তীব্রতা কমে আসে এবং বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
আবহাওয়াবিদেরা বলছেন, বর্ষাকালের স্বাভাবিক নিয়ম অনুযায়ী এখন বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকছে অনেক বেশি। আবার বৃষ্টিও কম। এই দুইয়ে মিলে ভ্যাপসা গরম পড়ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC