আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।সাধারণ মানুষের পাশাপাশি পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন শোবিজ তারকারাও।
এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও। তাই ভোটের টানে দুবাই থেকে দেশে ফিরেছেন তিনি।
মিম বলেন, গত ৫ জানুয়ারি দুবাই থেকে দেশে ফিরেছি আমি। আসলে ভোট দিতেই দেশে ফেরা। রাজশাহী-৬ আসনের ভোটার আমি।এবং সকালে ভোট দিয়েই আবার ঢাকায় ফিরতে হবে। কারণ, অনেক কাজ জমে আছে।
এবার কাকে ভোট দেব সেটা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি। তবে অফিসিয়ালি সেটা কাউকে জানাতে চাচ্ছি না।
জানা গেছে, গত বছরের শেষে স্বামী সনি পোদ্দারকে নিয়ে দুবাই যান মিম। সেখানেই বর্ষবরণ উদযাপন করেছেন তারা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবিও শেয়ার করেছেন মিম। তবে নতুন বছরের প্রথম সূর্য দেখেই নাগরিক দায়িত্ব পালন করতে ফিরেছেন দেশে এই চিত্রনায়িকা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC