মে ২২, ২০২৫

বৃহস্পতিবার ২২ মে, ২০২৫

ভোক্তা অধিকারের আব্দুল জব্বারের ওপর হামলার ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’

Viral video of consumer rights activist Abdul Jabbar being attacked is 'fake'
ছবি: ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া/সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়লেও, সংস্থাটি এটিকে ‘ভুয়া’ বলে নিশ্চিত করেছে।

আজ বুধবার সকাল থেকেই ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, উত্তেজিত কিছু লোক এক ব্যক্তিকে ঘিরে মারধর করছে। হামলার শিকার ব্যক্তিকে স্পষ্টভাবে শনাক্ত করা না গেলেও, অনেকেই দাবি করছিলেন যে এটি আলোচিত কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডল। এমনকি কিছু পোস্টে লেখা হয়, ‘ভোক্তার জব্বার মন্ডলকে গণপিটুনি।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ভোক্তা অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজ কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি ‘গুজব’ বলে জানানো হয়। সিসিএস তাদের পোস্টে লেখে, ‘সবার দৃষ্টি আকর্ষণ— ভোক্তার জব্বার মন্ডলকে হেনস্তার ভিডিওটি ভুয়া। দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না, গুজব শেয়ার করা থেকে বিরত থাকুন।’

এই বিষয়ে স্বয়ং আব্দুল জব্বার মন্ডলও নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি লেখেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি ফেক নিউজ। এই ভিডিওর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

উল্লেখ্য, মো. আব্দুল জব্বার মন্ডল দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম, ভেজাল পণ্য এবং প্রতারণার বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে অসাধু ব্যবসায়ীরা শাস্তির মুখোমুখি হয়েছেন এবং বাজারে ন্যায্য মূল্য প্রতিষ্ঠায় তার ভূমিকা অনস্বীকার্য। তার শান্ত ও ধৈর্যশীল আচরণের মাধ্যমে একদিকে ব্যবসায়ীদের সঠিক দামে পণ্য বিক্রিতে বাধ্য করা হচ্ছে, অন্যদিকে ক্রেতারাও তার কার্যক্রমে উপকৃত হচ্ছেন।

আরও পড়ুন