
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খোন্দকার মউদুদ ইলাহীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
অধ্যাপক ড. খোন্দকার মউদুদ ইলাহী গতকাল (২৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে তাঁর ঢাকাস্থ বাসায় হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অধ্যাপক ড. খোন্দকার মউদুদ ইলাহী ১৯৭২ সালের ২রা মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।
তিনি ১৯৭৪ সালের ২৭ মার্চ সহযোগী অধ্যাপক এবং ১৯৮৫ সালের ২ মে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২০১১ সালের জুন মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
পেশাগত জীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাষ্ট্রে সফররত উপাচার্য তাঁর শোক বার্তায় বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের যাত্রাকালে যোগদানকারী একজন শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ভূগোল ও পরিবেশ গবেষণায় তাঁর অর্জন, সমাজ ও জাতিকে ঋদ্ধ করেছে। সজ্জন ও নিবেদিত প্রাণ অধ্যাপক ড. খোন্দকার মউদুদ ইলাহী তাঁর কর্মের মধ্যদিয়ে স্মরণীয় হয়ে থাকবেন।”
উপাচার্য শোক বার্তায় অধ্যাপক খোন্দকার মউদুদ ইলাহীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান আজ পৃথক এক শোক বার্তায় অধ্যাপক ড. খোন্দকার মউদুদ ইলাহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।