ভুয়া খতিয়ান দাখিলের অভিযোগে কুমিল্লার আদালতে মামলার বাদীদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার কুমিল্লার চান্দিনা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক শেখ সাদী রহমান এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সেলিনা বেগম, ফেরদৌসী বেগম, রহিমা বেগম, আছিয়া খাতুন এবং আমেনা খাতুন নামে পাঁচজন নারী আদালতে বাদী হয়ে মামলা করেন। মামলায় সাক্ষী দেওয়ার সময় একই খতিয়ান দুইবার দাখিল করেন। একই মৌজার একই নম্বরের দুই খতিয়ানের মধ্যে গরমিল দেখে আদালত কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রদর্শনী দুটির সঠিকতা যাচাই করে প্রতিবেদন তলব করেন।
পরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিখিতভাবে জানানো হয়েছে, একটি খতিয়ান সঠিক নয় এবং এ খতিয়ানটি জেলা রেকর্ড রুম শাখা থেকে প্রদান করা হয়নি।
এরপর আদালত বিগত ১১ নভেম্বর মামলাটি খারিজ করেন এবং মামলার বাদীদের বিরুদ্ধে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়েরের আদেশ দেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC