সাদিয়া আয়মান ছোট্ট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। কমবেশি নাটক করেছেন তিনি। তবে রোমান্টিক, নরম, ভদ্র চরিত্রগুলোতেই বেশি দেখা মেলে তার। তবে ভিন্নধর্মী চরিত্রেও নিজেকে প্রমাণ করতে চান তিনি।
গত ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা গেছে সাদিয়াকে।তবে তেমন একটা ভিউ হয় নি নাটকগুলোতে। জিজ্ঞাস করতে তিনি জানালেন, ভিউ নিয়ে খুব একটা ভাবেন না।
সাদিয়া আয়মান বলেন, ‘হয়তো ভিউ অত নেই, কিন্তু নাটকগুলো পরিবারের সবাই মিলে দেখতে পারবে। নাটকগুলোতে সেই মানসম্মত উপাদান রয়েছে। আমি কাজ নিয়ে দর্শকদের মন্তব্যগুলো দেখি। আমার নাটক নিয়ে মন্তব্যগুলো দেখবেন, সবাই প্রশংসা করেছেন। এটাই আমার অর্জন।’
গল্প ভালো কিন্তু সংলাপ মনের মতো হয়নি। তখন আলোচনার মাধ্যমে সংলাপে বদল আনেন। এভাবেই ভালো কাজ দিয়ে দর্শকের কাছে পৌঁছাতে চান সাদিয়া।
টেলিভিশন, ওটিটির পর এবার সাদিয়াকে দেখা যাবে বড় পর্দায়। মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রীর ‘কাজলরেখা’ ছবিটি। এটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এছাড়া শিগগির একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। সেখানে তার লুক ও চরিত্র ভক্তদের চমকে দেবে বলে মনে করেন তরুণ এই অভিনেত্রী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC