শনিবার দিবাগত রাতভর প্রবল বর্ষণ, বজ্রবৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে, উপড়ে পড়েছে বহু গাছপালা। এর ফলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত, মাত্র ছয় ঘণ্টায় দিল্লিতে ৮১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮২ কিলোমিটার। এই আকস্মিক দুর্যোগে মোতিবাগ, মিন্টো রোড, দিল্লি ক্যান্টনমেন্ট এবং দীন দয়াল উপাধ্যায় মার্গসহ শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলজট সৃষ্টি হয়েছে।
ভোররাতে আবহাওয়ার চরম অবনতির কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় গুরুতর সমস্যা দেখা দেয়। ইন্ডিগো এয়ারলাইনস তাদের অফিসিয়াল 'এক্স' (সাবেক টুইটার) হ্যান্ডেলে রাত ৩টা ৫৯ মিনিটে জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট পরিচালনায় সাময়িক ব্যাঘাত ঘটছে। যদিও দুই ঘণ্টা পর তারা জানায়, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে রোববার সকাল সাড়ে সাতটায় দিল্লি বিমানবন্দর থেকে ফ্লাইট উড্ডয়নে গড়ে ৪৬ মিনিট বিলম্ব হয়। এ সময় দিল্লির তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।
দিল্লি ও সংলগ্ন এলাকায় আগেই ভারতের আবহাওয়া বিভাগ (IMD) লাল সতর্কতা (Red Alert) জারি করেছিল।
পরে তারা জানায়, দিল্লি এবং এর উত্তর-পশ্চিম ও পশ্চিমের এলাকায় বজ্রবৃষ্টি ধেয়ে আসছে, যার প্রভাবে প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঘন ঘন বিদ্যুৎ চমকানোর পূর্বাভাসও দেওয়া হয়েছে।
আবহাওয়া বিভাগ জনসাধারণকে উন্মুক্ত স্থান এড়িয়ে চলতে, কোনো গাছের নিচে আশ্রয় না নিতে এবং দুর্বল দেয়াল থেকে দূরত্ব বজায় রাখতে পরামর্শ দিয়েছে। এছাড়াও, পানির উৎস আছে এমন স্থানের কাছাকাছি না যেতেও সতর্ক করা হয়েছে। উত্তরাখণ্ড ও হরিয়ানাতেও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC