মে ১, ২০২৫

বৃহস্পতিবার ১ মে, ২০২৫

“ভারত ইট মারলে আমরা পাথর ছুড়ব”—পাকিস্তানের কঠোর হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

ভারতের পানিবন্ধের হুমকির জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, “একটি ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব।”

মঙ্গলবার (২৯ এপ্রিল) পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতের অভিযোগের জবাবে সিনেটে বক্তব্য দেওয়ার সময় তিনি এই হুমকি দেন।খবর জিও নিউজের।

ইসহাক দার বলেন, ‘পেহেলগাঁওয়ের হামলার ঘটনাকে ভারত সাজানো নাটক হিসেবে ব্যবহার করে সিন্ধু পানি চুক্তি বাতিল করতে চাইছে।’

তিনি বলেন, ‘ভারত একতরফাভাবে এ চুক্তি বাতিল করতে পারে না।’

দার আরও দাবি করেন, পাকিস্তান এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেয়েছে, বিশেষ করে চীন ও তুরস্ক পাকিস্তানের পাশে রয়েছে।

দার আরও জানান, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। তিনি পাকিস্তানের ইতিবাচক কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিয়েছিলেন।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এএফপিকে বলেছেন, ভারতের তরফে পাকিস্তানে হামলা ‘আসন্ন এবং ইসলামাবাদ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

তিনি বলেছেন, ‘আমাদের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারের দ্বিধা থাকবে না।’

 

 

আরও পড়ুন