সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতে যাওয়া ১২ জন বাংলাদেশিকে সাজা শেষে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তরের পর পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, দেশে ফেরত আসাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদের সবার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পোর্ট থানা পুলিশ জানায়।
ইমিগ্রেশন ও বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে, ওই ১২ জন বাংলাদেশি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে তারা পুলিশের হাতে আটক হওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলায় অভিযুক্ত হওয়ার পর তাদেরকে পাঠানো হয় দমদম সেন্ট্রাল জেলে।
সাজার মেয়াদ শেষ হওয়ার পর কোলকাতাস্থ বাংলাদেশি উপ-হাইকমিশনের পক্ষ থেকে ওই ১২ জনের দেশে ফেরত আসার জন্যে বিশেষ ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। যার ভিত্তিতে তাদেরকে দেশে ফেরত পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যার পর ওই ১২ বাংলাদেশিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। এসময় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশনে প্রয়োজনীয় কার্যাদি শেষে দেশে ফেরত আসাদের শুক্রবার রাতেই বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান ইমিগ্রেশন পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC