দেশজুড়ে কেবলই শেষ হয়েছে দীপাবলির উৎসব। এর মধ্যেই ভারতে গতকাল বৃহস্পতিবার ২৩ নভেম্বর থেকে শুরু হয়েছে বিয়ের সৌসুম। আগামী এক মাস এ সময়ের মধ্যে দেশটিতে মোট ৩৮ লাখের বেশি বিয়ে হবে। আর এতে পাঁচ লাখ কোটি রুপি ব্যয় হবে বলে অনুমান করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এই বছর বিয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। ২০২২ সালে ৩২ লাখ বিয়ের ব্যবসায়িক মূল্য ধরা হয়েছিল প্রায় চার লাখ কোটি রুপি। এই মৌসুমের বিয়ে শুরু হয়েছে ২৩ নভেম্বর, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
ব্যবসায়ীদের একটি সর্বভারতীয় সংগঠন দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) ধারণা করছে, এবার ৩৮ লাখ বিয়ের অনুষ্ঠানের কল্যাণে ৪ লাখ ৭৪ হাজার কোটি রুপির ব্যবসা হবে।
বিয়ের মৌসুমে ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন সারা দেশের ব্যবসায়ীরা। ক্রেতাদের সম্ভাব্য ভিড় সামলাতে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা।
বিয়ের মৌসুমে সাধারণত গহনা, শাড়ি, লেহেঙ্গা, আসবাবপত্র, তৈরি পোশাক, জামাকাপড়, জুতা, বিয়ে ও শুভেচ্ছার কার্ড, মিষ্টি, ফল, পূজার সামগ্রী, মুদিপণ্য, খাদ্যশস্য, সাজগোজের উপকরণ, বাড়ির সাজসজ্জার সামগ্রী, বৈদ্যুতিক জিনিসপত্র, নানা ধরনের উপহার সামগ্রী প্রভৃতির চাহিদা বেশি থাকে।
ভারতে বিয়ের অনুষ্ঠানগুলোতে এমন ৫০ হাজার বিয়েও আছে, যার প্রত্যেকটিতে এক কোটি রুপিরও বেশি খরচ হবে আবার সাত লাখ বিয়ের বাজেট তিন লাখ রুপির নিচে থাকবে। আরও ৫০ হাজার বিয়ের বাজেট ৫০ লাখ রুপি।
সিএআইটির সভাপতি বি সি ভারতীয়া ও মহাসচিব প্রবীণ খান্দেওয়াল বলেছেন, কেবল দিল্লিতেই ৪ লাখের বেশি বিয়ের অনুষ্ঠান হবে। সেখান থেকে ব্যবসা হবে সোয়া লাখ কোটি রুপির।
ভারতের অতি জাঁকজমকপূর্ণ বিয়ে শাদির অনুষ্ঠানগুলিকে সাধারণ ভাবে ‘দ্য বিগ ফ্যাট ইণ্ডিয়ান ওয়েডিং’ বলা হয়ে থাকে।
খান্দেওয়াল বলেন, বিয়ের কেনাকাটার মধ্যে শাড়ি, লেহেঙ্গা ইত্যাদির জন্য মোট ব্যয়ের ১০% খরচ করেন ভারতীয়রা আর গয়নাগাঁটিতে ১৫%, বৈদ্যুতিন সরঞ্জামের পিছনে পাঁচ শতাংশ ব্যয় হয়।