লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন- পানির ন্যায্য হিস্যা থেকে আমাদের বঞ্চিত করে ভারত চরম শত্রুতার পরিচয় দিয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক ভাবে আমাদের ন্যায্য হিস্যা আদায়ের লক্ষে কোন ভূমিকা রাখেনি। বরং ভারতের তাবেদারী করেছে। ভারতের আধিপত্য বিস্তার করে আমাদেরকে শোষণ করবে এ জাতীয় কোন দালালদেরকে বাংলাদেশের মানুষ অন্তত ভোটে নির্বাচিত করবে না।
রবিবার (১৫ জুন) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার সাতবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এলডিপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন- ভারতকে আমরা বন্ধু প্রতীম দেশ ভাবতাম। কিন্তু ভারত আমাদের দেশকে মরুভূমিতে পরিণত করার অপচেষ্টা করছে। পৃথিবীর মধ্যে আমাদের সবচেয়ে বড় কোন শত্রু থাকলে সেটা হচ্ছে ভারত। ’৭১ এর স্বাধীনতা সংগ্রামে আমাদের পাওনা আদায়ের জন্য পাকিস্তানকে যেভাবে রুখে দিয়েছি এখন ভারতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ভারতের দালালদের আমরা হুশিয়ার করে দিতে চাই, ভারতের আধিপত্যবাদের যারা তোষামোদ করবে তাদেরকে আর কখনও বাংলার মসনদে আসতে দেয়া হবে না।
সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ প্রধান উপদেষ্টার সমালোচনা করে বলেন- তিনি ক্ষমতায় বসে গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক তথা তার ব্যক্তিগত উন্নয়ন করেছেন, এতে রাষ্ট্রের কোন উন্নয়ন হয়নি। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হলেই দেশের জন্য মঙ্গল। তিনি যদি ক্ষমতা প্রলম্বিত করতে চান তাহলে দেশ ও জনগণের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ফুলের তোড়া উপহার দিয়ে মো. জাহাঙ্গির আলমের নেতৃত্বে বিভিন্ন দলের ৩০ জন নেতাকর্মী এলডিপি’তে যোগদান করেন।
কর্মী সমাবেশে এলডিপি নেতা মো. রমিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার, এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের চেয়ারম্যান, এলডিপি নেতা জালাল উদ্দিন কালা চেয়ারম্যান। উপজেলা গণতান্ত্রিক যুবদল নেতা প্রভাষক সোহেল খান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মুন্সী আবদুল বারী মাস্টার প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC