ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আশনা হাবিব ভাবনা মডেলিং, অভিনয়, লেখালেখি ও নাচের পাশাপাশি ছবি আঁকায়ও দক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভাবনা যে কোনো বিষয়েই নিজের মতামত বা অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করেন না। এবার তিনি নতুন বই প্রকাশের কথা জানালেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর বেলায় নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ভাবনা। ক্যাপশনে কিছু সুন্দর লাইন লেখার পাশাপাশি হ্যাশট্যাগে লিখেছেন ভাবনার নতুন বইয়ের নাম ‘কাজের মেয়ে’।
ভাবনার পোস্টটি ছিলো,ফুল প্রতিরাতে স্বপ্ন দেখে, স্বপ্নে গর্ভবতী ফুল উঁচু পাহাড় থেকে সূর্যমুখী ফুল দেখতে দেখতে পরে যায়।
স্বপ্ন শাস্ত্র বলছে, ঘুমের মধ্যে অনেক সময় কোনো উঁচু পাহাড় বা পর্বত থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখি আমরা। এই স্বপ্ন দেখলে বুঝতে হবে যে ব্যক্তিকে শিগগিরই কোনো সমস্যার মুখে পড়তে হতে পারে।
আমার গল্পের প্রধান চরিত্র ফুল কি সমস্যায় পড়তে যাচ্ছে তা কেবল মালিক আর প্রকৃতিই বলতে পারবে।
এই প্রতিরাতের স্বপ্ন দেখাই সর্বনাশের কারণ হবে তার!
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC