যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস ও ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
গতকাল শুক্রবার (২২ মার্চ) এক ভিডিও বার্তায় কেট নিজেই এ তথ্য জানিয়েছেন। শনিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ভিডিও বার্তায় কেট মিডলটন বলেন, তার ক্যানসার প্রাথমিক অবস্থায় রয়েছে এবং চিকিৎসাও শুরু হয়েছে।
ভিডিও বার্তায় কেট আরও বলেন, একটি অপারেশনের পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ক্যানসারের বিষয়টি সামনে আসে। আপাতত কেমেথোরাপি চলছে।
ভিডিওতে কেট বলেন, 'আমার কাছে ক্যানসারের খবর বেশ বড় ধাক্কার। তবে উইলিয়াম যা যা করা দরকার করছে এবং পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করা দরকার আমাদের এই কমবয়সী পরিবারের জন্য, তাই করছি। এর আগে, গত ফেব্রæয়ারি মাসে খবর এসেছিল, রাজা তৃতীয় চার্লস ক্যানসারে আক্রান্ত। এবার তারই পুত্রবধূ কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC