আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বহিরাগত কাউকে কীংবা জোটের প্রার্থী'কে সমর্থন না দিয়ে আন্দোলন সংগ্রামে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত থাকা ব্যক্তিকেই মনোনয়ন দিতে দলীয় হাইকমান্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি যৌথভাবে অনুরোধ জানিয়েছে আট মনোনয়ন প্রত্যাশী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) আশুগঞ্জ উপজেলার একটি রেস্টুরেন্টে নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে এ অনুরোধ জানান তারা।
এসময় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মোঃ শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সহ-সভাপতি ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ আক্তার হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সদস্য ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। পাশাপাশি আলোচনা'য় উপস্থিত না থাকলেও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে মুঠোফোনে সকলের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
দীর্ঘক্ষণ নিজেদের মধ্যে আলোচনা'র ফাঁকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে হাতে হাত মিলিয়ে আগামীদিনে যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মনোনয়ন প্রত্যাশীরা।
নিজদের মাঝে আলোচনা শেষে দলের নীতিনির্ধারকদের উদ্দেশ্যে শেখ মোঃ শামীম বলেন, আমরা জোটের প্রার্থী চায়না। সরাইল-আশুগঞ্জে আমরা যারা দীর্ঘদিন যাবত রাজনীতি করে আসছি আমরা তাদের মধ্যে একজনকে প্রার্থী হিসেবে চায়।
শাহজাহান সিরাজ বলেন, আমরা ঐক্যমত পোষণ করেছি, আমাদের দাবি একটা-ই, আমাদের মধ্য থেকে হাইকমান্ড ও দেশনায়ক তারেক রহমান যাকে ভালো মনে করবেন তাকে দলীয় মনোনয়ন দিয়ে যেনো সরাইল-আশুগঞ্জ'কে বিএনপির গড়ে তোলা হয়।
হাজী মোঃ আক্তার হোসেন বলেন, আমরা একমত পোষণ করেছি সরাইল-আশুগঞ্জ প্রশাসনিক এলাকার মধ্যে যে কাউকে দলীয় মনোনয়ন দিলে আমরা সকলেই তার হয়ে জানে মালে খাটবো।
আনিছুল ইসলাম ঠাকুর বলেন, আগামী নির্বাচনে সরাইল-আশুগঞ্জের বাইরে'র কাউকে মনোনয়ন দিলে তৃণমূলের নেতাকর্মীরা সেটি মেনে নিবে না, আমরাও মেনে নিবো না।
এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, উড়ে এসে জুড়ে বসার কোনো সুযোগ নেই, সরাইল-আশুগঞ্জের বাইরের কোনো নেতাকে মনোনয়ন দিলে মানুষ সেটিকে প্রত্যাখ্যান করবে, সে যতবড় নেতাই হোক।
আহসান উদ্দিন খাঁন শিপন বলেন, সরাইল-আশুগঞ্জের তৃণমূলের প্রত্যাশা বিগত দিনে যারা এলাকার বাইরে অবস্থান করেছে ও নেতাকর্মীদের পাশে ছিলো না এমন কাউকে যেনো মনোনয়ন না দেওয়া হয়।
হাবিবুর রহমান বলেন, বিগত ১৭ বছর আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম তাদের মধ্য থেকেই কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানাচ্ছি। জোট কীংবা দলের বাইরে কাউকে দিলে আমরা মেনে নিবো না।
এদিকে গত বেশকিছুদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির পক্ষ থেকে জোটের প্রার্থীকে সমর্থন দেওয়ার গুঞ্জনে তৃণমূলে চলছে মিশ্র প্রতিক্রিয়া। নেতাকর্মীদের দাবি ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকা বিএনপির ঘাঁটি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই আসনটি বরাবরই অবহেলিত ও এখানকার নেতাকর্মীরা নানাভাবে নির্যাতিত নিপিড়ীত। এমতাবস্থায় এখানে বিএনপির একজন ত্যাগী নেতা প্রার্থী হলে এলাকার উন্নয়ন হবে, পাশাপাশি নির্যাতিত নেতাকর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC