বুধবার ৩ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর ইউপি শহীদ জিয়া পরিষদের কমিটি ঘোষণা

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Ibrahimpur UP Shaheed Zia Parishad committee announced in Nabinagar, Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর ইউপি শহীদ জিয়া পরিষদের কমিটি ঘোষণা/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের শহীদ জিয়া পরিষদের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে মো. কায়ুম মিয়া ও সদস্য সচিব হিসেবে সাজেদুল হক সরকারের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সমবায়স্থ দ্বিতীয় তলায় উপজেলা বিএনপির অফিসে নবীনগর উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি সুমন উদ্দিন ও সাধারণ সম্পাদক টিপু সুলতান স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুল হক মুকুল, উপজেলা যুব দলের আহবায়ক ও নবীনগর সদর প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল বারী, উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী তফিকুল ইসলাম তপু, উপজলো শহীদ জিয়া পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিন, পৌর শহীদ জিয়া পরিষদের সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জিনদপুর ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি কিবরিয়া, উপজেলা ছাত্রদল নেতা ফজলে রাব্বি পাপ্পুসহ অন্যান্যরা।

আরও পড়ুন