
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের শহীদ জিয়া পরিষদের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে মো. কায়ুম মিয়া ও সদস্য সচিব হিসেবে সাজেদুল হক সরকারের নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সমবায়স্থ দ্বিতীয় তলায় উপজেলা বিএনপির অফিসে নবীনগর উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি সুমন উদ্দিন ও সাধারণ সম্পাদক টিপু সুলতান স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুল হক মুকুল, উপজেলা যুব দলের আহবায়ক ও নবীনগর সদর প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল বারী, উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী তফিকুল ইসলাম তপু, উপজলো শহীদ জিয়া পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিন, পৌর শহীদ জিয়া পরিষদের সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জিনদপুর ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি কিবরিয়া, উপজেলা ছাত্রদল নেতা ফজলে রাব্বি পাপ্পুসহ অন্যান্যরা।