ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানা গেইটের কোম্পানিগঞ্জ টু নবীনগর রোডে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ জন।
নিহতরা হলেন পৌর এলাকার নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সিএনজি চালক সোহাগ মিয়া (১৯), লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮) ও ফেনীর সদর উপজেলার দক্ষিণ ফরাদনগর গ্রামের আবুল খায়েরের ছেলে নুরুল আলম (৫৫) বলে জানা গেছে।
সরজমিনে গিয়ে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস ও নবীনগর থেকে যাওয়া একটি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনাটি ঘটে। বাসটি সিলেটের দুরন্ত পরিবহন সার্ভিসের । এতে নিহত ৩ জন লাশ স্থানিয় ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় নবীনগর থানা পুলিশ থানায় নিয়ে আসেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, আমরা লাশ নবীনগর থানায় নিয়ে এসেছি, একজন ফেনী জেলার হওয়ায় তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC