
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। তিনি পৌর এলাকার আলমনগর গ্রামের আবুল খায়েরের সন্তান।
গত বুধবার (১৪ মে) রাতে স্থানিয় সমবায় সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, গত কাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে (বৃহস্পতিবার) তাকে জেলা জেল হাজতে প্রেরণ করা হবে।