দেশের পূর্বাঞ্চলে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলায় তুচ্ছ ঘটনার জেরে সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত মাত্র পাঁচ মাসে জেলাজুড়ে অন্তত ৩০০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। যেখানে আহত হয়েছেন সহস্রাধিক মানুষ এবং নিহত হয়েছেন ৬ জন। সংঘর্ষ থেকে রেহাই পাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ সদস্যরাও।
স্থানীয় সূত্রগুলো জানায়, ব্রাহ্মণবাড়িয়ার এই সংঘর্ষগুলোর মূল কারণ হলো গোষ্ঠীগত দ্বন্দ্ব। জেলার ৯টি উপজেলার ৫টি পৌরসভা এবং ১০০ ইউনিয়নের প্রায় ১ হাজার ৪০০ গ্রামের বেশিরভাগ স্থানে শক্তিশালী গোষ্ঠীগত ঐক্য বিদ্যমান। অনেক সময় এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর জোটও তৈরি হয়। নিজ নিজ গোষ্ঠী বা এলাকার সম্মান রক্ষায় কেউ কাউকে ছাড় দিতে রাজি হয় না।
অভিযোগ রয়েছে, অনেক রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে কখনো কখনো এই ঝগড়াগুলোকে উসকে দেন! এছাড়া, প্রবাসীরাও এই বিষয়গুলোকে নিজেদের 'ইজ্জত রক্ষার লড়াই' হিসেবে দেখে অর্থ ব্যয় করেন, যা সংঘর্ষের তীব্রতাকে বাড়িয়ে তোলে।
সংঘর্ষে অংশগ্রহণকারীরা সাধারণত দেশীয় অস্ত্র, যেমন—দা, লাঠি, বল্লম ইত্যাদি ব্যবহার করে থাকে। নিজেদের সুরক্ষায় সংঘর্ষপ্রবণ এলাকার বেশিরভাগ বাড়িতেই দেশীয় অস্ত্র মজুত থাকে এবং সংঘর্ষের সময় অংশগ্রহণকারীরা মাথায় হেলমেট পরে থাকে। উদ্বেগজনকভাবে, বেশিরভাগ ক্ষেত্রে এসব সংঘর্ষের ঘটনায় মামলা করা হয় না।
সাম্প্রতিক কয়েকটি ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়, অধিকাংশ সংঘর্ষের সূত্রপাত অত্যন্ত তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে।
এদিকে নিয়মিত সংঘর্ষ কমাতে সরাইল উপজেলা প্রশাসন প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক সমাবেশ করার উদ্যোগ নিয়েছে।
সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার বলেন, "এক গোষ্ঠীর লোকজনকে আরেক গোষ্ঠীর লোক মেরে দিলে এটা সহ্য হয় না। এ বিষয়ে কেউ কাউকে ছাড় দিতে চায় না। সে কারণে আমাদের এলাকায় ঝগড়া-ফ্যাসাদ লেগেই থাকে।"
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "অনেক সময় দেখা যায়, জেলার অনেক সাফল্য ঝগড়ার খবরে ঢাকা পড়ে যায়। কারণে-অকারণে ঝগড়ার এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তা না হলে আমরা অনেক পিছিয়ে পড়ব
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC