নভেম্বর ২২, ২০২৪

শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় গুজবের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় গোলটেবিল আলোচনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ক গোলটেবিল আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে।

সাকমিড (সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট) এর আয়োজনে এবং নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় গতকাল শনিবার (২ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান শেখ আদনান ফাহাদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক জনাব বাহারুল ইসলাম মোল্লা, জেলা পরিষদের কাউন্সিলর প্রভাষক রুমানা ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

সভার মূল বক্তা শেখ আদনান ফাহাদ বলেন, “বর্তমান সময়ে প্রায় সকলেই গুজব ছড়াতে পছন্দ করে। কিন্তু ভালো বিষয়গুলো সামনে আনতে পছন্দ করে না কেউ। গুজবের কারণে একটি দেশ ধ্বংস হয়ে যেতে পারে। তাই আমাদেরকে গুজব সম্পর্কে সচেতন হতে হবে, এবং ভালো বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে।”

প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা বলেন, “যারা লাইক-কমেন্টের আশায় ‍গুজব ছড়ায়, তাদেরকে এসব বন্ধ করা উচিত।”

সাকমিড সম্প্রতি ঢাকা, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ৪০০ জনের ওপর জরিপ, ৩০ জনের নিবিড় সাক্ষাৎকার ও ৬টি দলগত আলোচনার মাধ্যমে গবেষণা সম্পন্ন করেছে। ঢাকা, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছরের সেপ্টেম্বর পর্যন্ত মিথ্য তথ্য ও অপতথ্য এবং কিভাবে গুজব ছড়ায়, কারা গুজব ছড়ায়, কি ধরণের গুজব ছড়ায় এবং এসব থেকে পরিত্রানের বিষয়ে সাকমিড কাজ করবে।

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ একটি বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গণমাধ্যম সাক্ষরতা বৃদ্ধি, নারী উন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ প্রদানসহ নানান উন্নয়নমূলক কর্মসূচি সম্পাদ