কুমিল্লার সীমান্তবর্তী একটি উপজেলা ব্রাহ্মণপাড়া। প্রায় ৬.৫ কি.মি. এলাকায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা। ঈদ উল ফিতরকে ঘিরে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায় সীমান্তবর্তী এলাকায়।
এদিকে মাদক কেনাবেচা এবং সেবন থেকে বিরত রাখতে শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সুমন মিয়া এর নের্তৃত্বে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চলছে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যুব সমাজের ছেলেরা শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার, দক্ষিণ তেঁতাভূমি এবং উত্তর তেতাঁভূমি এলাকায় এসব মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। সন্দেহজনক মোটরসাইকেল বা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঈদের আগের দিন থেকে শুরু করে প্রতিদিন এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিদিন মাদকবিরোধী অভিযান হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা মো. আলম মিয়া বলেন, প্রতিদিন মাদক সেবীরা এখানে এসে মাদক সেবন করে যায়। এতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে এলাকার যুব সমাজকে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে আমরা স্থানীয়রা ব্যাপক খুশি। এই অভিযান অব্যাহত থাকলে মাদক অনেকাংশে কমে যাবে।
এবিষয়ে শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সুমন মিয়া বলেন, মাদক একটি ভয়াল ঘাতকের নাম। মাদক একটি দেশকে ধ্বংস করতে যথেষ্ট। আজকের যুব সমাজ মাদকে আক্রান্ত হচ্ছে বেশি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক বেচাকেনা এবং মাদকসেবীদের আড্ডা হয়ে উঠে। তাই এলাকার যুব সমাজকে নিয়ে রেহাই পেতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় আবুল হাসেম, মজিবুর রহমান, মোহাম্মদ আলী, আলম মিয়া, আনিছুর রহমান, জুয়েল রানা, গোলাম হাক্কানী, শরীফ রানা, ডাঃ বাবুল, মো. বাবুল আক্তারসহ যুব সমাজ ও স্থানীয়রা উপস্থিত থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এতে খুশি স্থানীয়রা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC