কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সারে ৩টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা পশ্চিমপাড়া আলী আহাম্মদ মুহরীর বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে।
এসময় ডাকাত দল প্রায় ১.৫ ভরি স্বর্ণ, মসজিদ ফান্ডের নগদ ৯০ হাজার টাকা, ২টি স্মার্টফোটসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার দাবী করেন।
ভুক্তভোগী পরিবার এর সদস্য মোঃ আবুল কালাম (৬৫) বলেন, সোমবার রাত সারে ৩টার দিকে ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের ৩ জন সদস্যকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত বেঁধে ফেলে ৫-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল। তারা মুখে গামছা ও মাষ্ক পড়া ছিলো। ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র ছেনি ও লোহার রড ছিলো। তারা মোঃ আবুল কালামকে ছেনি দিয়ে হাতে রক্তাক্ত করে। তারা প্রথমে হাত বেঁধে ঘরের ভেতর আলমারির চাবি নিয়ে ১.৫ ভরি কানের ও গলার স্বর্ণ, মসজিদ ফান্ডের নগদ ৯০ হাজার টাকা, ২টি স্মার্টফোটসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
তিনি জানান, ডাকাতরা চলে যাওয়ার পর সকালে এলাকাবাসীদের খবর দিলে তারা তাদের উদ্ধার করেন। খবর পেয়ে (দেবিদ্ধার-ব্রাহ্মণপাড়া) সার্কেলের এএসপি মোঃ শাহিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন, উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্তনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC