শুক্রবার ১২ সেপ্টেম্বর, ২০২৫

‎ব্রাহ্মণপাড়া চান্দলায় মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Mini football tournament inaugurated in Brahmanpara Chandla
‎ব্রাহ্মণপাড়া চান্দলায় মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামী ৬নং ওয়ার্ডের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চারিপারা খেলার মাঠে এই মিনি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়।

এতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামায়াত নেতা ফারুকুল ইসলাম সম্রাট, মো. আব্দুর রহমান, মো. জালাল উদ্দিন। খেলার পূর্বে খেলোয়াড়দের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জার্সি বিতরণ করেন ড. এডভোকেট মোবারক হোসাইন। এসময় শত শত ফুটবলপ্রেমী খেলা উপভোগ করেন।

আরও পড়ুন