ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মহিউদ্দিন মুবিন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম ও ইদ্রিস মিয়া মাষ্টার

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন, মনির হোসেন চৌধুরী, আতিকুর রহমান রিয়াদ, শেখ আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম আলাউল আকবর, আনিসুর রহমান ভূইয়া রিপন, ওমর ফারুক, মোঃ জহিরুল হক, সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, অধ্যক্ষ আলতাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা কবির আহামেদ, প্রধান শিক্ষক আবু হানিফ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, বিজিবি শশীদল ও সালদা নদী বিওপি, বাজার কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হক দুলালসহ আইনশৃঙ্খলার সদস্যবৃন্দরা।