কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন এক গৃহবধূ। কোটি টাকার স্বর্ণের কলসের লোভ দেখিয়ে প্রতারকরা তার কাছ থেকে হাতিয়ে নিয়েছে নগদ ৭ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার। এই ঘটনায় পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী মোসা. রাহিমা আক্তার (২৫) ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশ গ্রামের দোকানদার কামাল হোসেনের স্ত্রী। শনিবার সন্ধ্যায় প্রতারকের ফাঁদে পা দিয়ে তিনি এই সর্বস্বান্ত হন।
স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন আগে এক অজ্ঞাত ব্যক্তি মোবাইলে ফোন করে রাহিমা আক্তারকে জানান যে তাকে সাতটি কোটি টাকার স্বর্ণের কলস উপহার দেওয়া হবে। তবে এর জন্য শর্ত হিসেবে দরবার শরীফের সামনে ছয় ভরি স্বর্ণ ও দুই লাখ টাকা দিতে হবে।
সরল বিশ্বাসে রাহিমা এই প্রস্তাবে রাজি হন। নিজের থাকা তিন ভরি স্বর্ণ এবং ধার করা আরও তিন ভরি, মোট ছয় ভরি স্বর্ণ নিয়ে তিনি নাগাইশ দরবার শরীফে হাজির হন। এরপর প্রতারকের নির্দেশ অনুযায়ী, তিনি উপজেলা সদরের মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ গেটে গিয়ে নগদ ৭ লাখ টাকাও প্রতারকের হাতে তুলে দেন। এই টাকাগুলো তার স্বামী কামাল হোসেন বাড়ির নির্মাণকাজের জন্য জমিয়ে রেখেছিলেন।
ঘটনার দিন সন্ধ্যায় রাহিমা বাড়ি ফিরে আসলে তার স্বামী কামাল হোসেন টাকার হিসাব চাইলে আসল ঘটনা প্রকাশ পায়। স্বর্ণালংকারের একটি অংশ তিনি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে ধার করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের ছোট ছেলে বারবার তার মাকে টাকা ও স্বর্ণ দিতে বারণ করেছিল। কিন্তু প্রতারকের লোভনীয় প্রস্তাবের প্রলোভন সামলাতে পারেননি রাহিমা। বর্তমানে কামাল হোসেন ও তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, "প্রতারিত নারী থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC