শনিবার ৬ সেপ্টেম্বর, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীর ঘরের ভেতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - 40 kg of marijuana recovered from drug dealer's house in Brahmanpara
‎ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীর ঘরের ভেতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার/ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে অভিনব পন্থ্যায় ঘরের ভেতর লুকানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার  (৫ সেপ্টেম্বর) থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসান জুয়েল এর নের্তৃত্বে রাতে উপজেলার শশীদল উত্তরপাড়া মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন এর ঘরে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন পালিয়ে যায়।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন এর নির্দেশে ও থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েল এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার শশীদল উত্তরপাড়া (কাজিমুদ্দীন সরকার বাড়ীর) মোঃ আব্দুল ওয়াদুদ প্রকাশ অদুদ মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (৪০) এর বসত ঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ জসিম উদ্দিন সুকৌশলে পালিয়ে যায়। পরে তার ঘরের ভেতরের স্টিলের আলমারির ভেতর থেকে ১০ বান্ডিল ও ওয়াল সুকেছের ড্রয়ারের ভেতর থেকে ১০ বান্ডিল করে ২০ বান্ডিলে ২ কেজি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েল বলেন, পলাতক আসামী মোঃ জসিম উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকা থেকে গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন গাঁজা উদ্ধারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন