শনিবার ২৩ আগস্ট, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla -Distribution of tree saplings among various educational institutions and farmers in Brahmanpara
ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১শত কৃষক ও ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারার মধ্যে ছিলো তালের চারা ও নারিকেলের চারা। এছাড়া গাছের চারাগুলো সুরক্ষিত রাখার জন্য বেড়া ও খুঁটি দেওয়া হয়েছে।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মুখলেছুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।

এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, উপসহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কৃষকরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, আগামীর সবুজ বাংলাদেশ গড়তে হলে প্রত্যেককে একটি করে হলেও গাছের চারা রোপন করতে হবে। তাহলে একটি সবুজ সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

আরও পড়ুন