কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নির্দেশে থানার এস আই সুজন কুমার আচ্যার্য সঙ্গীয়ও ফোর্স (২৬ ফেব্রুয়ারি) বুধবার সকালে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া (নোয়াপাড়া) এলাকায় অভিযান পরিচালনাকালে তিন জন ব্যক্তি কৌশলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় পুলিশ একজনকে আটক করে।
তার দেওয়া তথ্যমতে একটি ঘরের ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় ৩টি বান্ডিল করে ৬টি বান্ডিলে ২ কেজি করে ১২ কেজি গাঁজাসহ একই এলাকার মৃত সুন্দর আলীর ছেলে মো. রশিদ (৪২) কে আটক করে থানায় নিয়ে আসে।
তার সাথে সাথে অপর দুইজন ব্যক্তি বাল্লাক উত্তরপাড়া গ্রামের মো. সুলতানের ছেলে মো. আজাদ (৪৮) এবং সোনা মিয়ার ছেলে মো. রানা (৩৬) এর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। আটককৃত আসামিকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC