“রাষ্ট্র তোমার পাশে, সযত্নে গড়বো দেশ একসাথে” ও “সরকার মানেই আমি, রাষ্ট্র মানেই আমরা”—এই দুই প্রত্যয়কে ধারণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীদের অংশগ্রহণে এক উদ্দীপনাময় পরিবেশে সবাই একযোগে সমাজ গঠনে শপথ গ্রহণ করেন।
এই সময় ব্রাহ্মণপাড়ায় আয়োজিত অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত হন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে কেন্দ্রীয় অনুষ্ঠানটির ভার্চুয়াল সম্প্রচারে। সেখান থেকে সারাদেশের লাখো মানুষ একস সঙ্গে শপথবাক্য পাঠ করেন।
ব্রাহ্মণপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (ইউনানি) ডা. সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সুবিধাভোগী, বিশেষ করে প্রতিবন্ধীদের মাঝে বিশেষ কার্ড এবং জটিল রোগে আক্রান্ত সুবিধাভোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC