দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিচারহীনতার প্রতিবাদে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় কুমিল্লা-মিরপুর সড়কের সাহেবাবাদ ডিগ্রি কলেজ এর সামনে ঘণ্টাব্যাপী সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ রহমত উল্লাহ এর নেতৃত্বে মানববন্ধনে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মানববন্ধনে বলেন, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিচারহীনতা চলছে। কারো কোন জীবনের নিরাপত্তা নেই। চুরি-ছিনতাই এর মতো বড় বড় ঘটনা ঘটছে।
সেজন্য বর্তমান সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। ধর্ষণ এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে।
এতে ছাত্রসমাজ কঠোর ভূমিকা পালন করবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC