
আজ (বৃহস্পতিবার) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসন ব্যাপক ব্যবস্থা গ্রহন করেছে।
এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রথমদিনের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত প্রথমদিনের বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলায় এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় সর্বমোট ১২টি কেন্দ্রে ৩ হাজার ৩ শত ৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। প্রথমদিনে এসএসসি পরীক্ষার্থী ৩৬ জন, দাখিল পরীক্ষার্থী ২৫ জন, এসএসসি (ভোকেশনাল) ২জনসহ ৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।
এদিকে পরীক্ষার বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এবং সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। তারা কেন্দ্র ঘুরে সন্তুষ্ট প্রকাশ করেছেন। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এব্যাপারে প্রশাসন সতর্ক রয়েছে।