ফ্রান্সের থিয়েটার দ্য শার্লটে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬৯তম ব্যালন ডি’অর পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে সবাইকে ছাড়িয়ে বর্ষসেরা ফুটবলারের সম্মাননা ব্যালন ডি’অর জিতেছেন পিএসজি ও ফ্রান্সের তারকা ফুটবলার উসমান দেম্বেলে।
এবারের অনুষ্ঠানে শুধু বর্ষসেরা ফুটবলার নয়, মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।
এদিকে বর্ষসেরা নারী ফুটবলার হিসেবে হ্যাটট্রিক ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। মেয়েদের ফুটবলে টানা তিনবার তো নয়ই, আর কেউ বোনমাতির মতো তিনবার ব্যালন ডি’অর জেতেনি।
এছাড়া বর্ষসেরা গোলরক্ষককে দেওয়া ইয়াসিন ট্রফি পুরুষ বিভাগে জিতেছেন ম্যানচেস্টার সিটির জিয়ানলুইজি দোন্নারুম্মা, আর নারী বিভাগে চেলসির হান্না হাম্পটন।
বর্ষসেরা কোচদের সম্মাননা ইয়োহান ক্রুইফ ট্রফি তুলে দেওয়া হয়েছে পিএসজির লুইস এনরিকে (পুরুষ) এবং ইংল্যান্ডের সারিনা ভিগমান (নারী)-এর হাতে।
কোপা ট্রফি নামে পরিচিত অনূর্ধ্ব-২১ পর্যায়ের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার দুই তরুণ খেলোয়াড়। পুরুষ বিভাগে কোপা ট্রফি পেয়েছেন লামিনে ইয়ামাল এবং নারী বিভাগে পুরস্কারটি জিতেছেন ভিকি লোপেজ। এবারের সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছে জানা ফাউন্ডেশন।
চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি নির্বাচিত হয়েছে বর্ষসেরা পুরুষ ক্লাব, আর নারীদের ক্ষেত্রে এই সম্মাননা পেয়েছে আর্সেনাল। জার্ড মুলার ট্রফি জিতেছেন পুরুষ বিভাগে আর্সেনালের ভিক্টর গিয়োকেরেস এবং নারী বিভাগে বার্সেলোনার এয়া পাজোর।
সব মিলিয়ে, মোট ১৩টি পুরস্কারের মধ্যে চারটিই পেয়েছে বার্সেলোনার খেলোয়াড়েরা, যা তাদের সাফল্যের উজ্জ্বল প্রমাণ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC