ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল এখন দেশের সড়ক-মহাসড়কে এক বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ঈদযাত্রার সময় এই চিত্র আরও ভয়াবহ হয়ে ওঠে। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, ঈদের চার দিনের ছুটিতে ৩২ শতাংশের বেশি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশার কারণে। আহত এই বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুধু মহাসড়ক নয়, খোদ রাজধানীর মূল সড়কেও বেপরোয়া গতিতে ছুটে চলা এসব রিকশা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
সুযোগ পেলেই ব্যাটারিচালিত রিকশাগুলো মহাসড়কে উঠে পড়ছে এবং বর্তমানে কোনো ধরনের বাধা ছাড়াই চলাচল করছে। কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহল পর্যন্ত সকলেই এই বিপজ্জনক বাহনটির চলাচল বন্ধের দাবি জানাচ্ছেন।
জনগণের এই উদ্বেগের সঙ্গে সুর মিলিয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
আসিফ তার স্ট্যাটাসে লেখেন, ‘টেসলা খ্যাত ব্যাটারিচালিত রিকশায় জনজীবন দুঃসহ, সরকার আত্মসমর্পণ করেছে, এদের প্রতিরোধের সময় চলে এসেছে।’
আসিফ আকবরের এই জনগুরুত্বপূর্ণ স্ট্যাটাসটি তার ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যকে ‘সময়োপযোগী’ বলে মন্তব্য করেছেন। তবে দুয়েকজন ভিন্নমত পোষণ করে চালকদের কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থার কথা তুলে ধরেন। এমন মন্তব্যের জবাবে আসিফ পাল্টা প্রশ্ন করেন, ‘এর আগে তাদের কী কর্ম ছিল?’
উল্লেখ্য, ব্যাটারিচালিত রিকশার অবাধ চলাচলের কারণে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকার এই বাহনটিকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েও বারবার ব্যর্থ হয়েছে। সম্প্রতি এই রিকশাগুলো রাজধানীর প্রধান সড়কগুলোতেও চলাচল শুরু করেছে, যা নগরীতে দুর্ঘটনার হার আরও বাড়িয়ে দিয়েছে।
এই পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ সাধারণ মানুষকে ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC