“ব্যাকস্ট্রিট বয়েজ” ব্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী এ জে ম্যাকলি তার স্ত্রী রোচেল ম্যাকলিকে ডিভোর্স দিয়েছেন। সোমবার (১ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে এই খবরটি জানান ম্যাকলিন।
পোস্টে ম্যাকলিন লিখেন, “আপনারা সবাই জানেন, দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি আমরা। যদিও আমরা ফের এক হওয়ার আশা করছিলাম। তবে একপর্যায়ে এসে আনুষ্ঠানিকভাবে সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি।”
২০০৯ সালে প্রেমের সম্পর্কে জড়ান ম্যাকলিন-রোচেল। এক জন্মদিনের অনুষ্ঠানে মঞ্চে রোচেলকে প্রস্তাব করেছিলেন গায়ক। পরে ২০১১ সালের শেষ দিকে বিয়ে করেন তারা।
২০২৩ সালের মার্চে আলাদা থাকার কথা জানিয়েছিলেন ম্যাকলি-রোচেল। ওই সময় তারা জানিয়েছিলেন, বিয়ে করা খুবই কঠিন, তবে এটি মূল্যবান।
তারা আরও জানান, পারস্পারিকভাবে নিজেদের শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলতে সাময়িক সময়ের জন্য আলাদা হওয়ার সিদ্ধান্ত। কিন্তু একসঙ্গে ফিরে আসার পরিকল্পনা রয়েছে তাদের।
তবে শেষমেষ সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। বিচ্ছেদের মাধ্যমে তাদের ১২ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলো।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC