বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছে থেকে বেরিয়ে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েও অবশেষে গুচ্ছেই থাকছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ৪৯ তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছে থাকার এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী ৪৯ তম একাডেমিক কাউন্সিলে গুচ্ছে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগে গত ২১ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের ৪৮তম জরুরি সভায় GST গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।