রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গণিত বিভাগের প্রথম বারের মত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর ) গণিত বিভাগে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ২১ সদস্য বিশিষ্ট ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ১১ তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ নির্বাচিতদের নাম ঘোষণা করেন । নির্বাচনে ২৭১ ভোটের মধ্যে ১৩৪ ভোট পেয়ে সহ সভাপতি(ভিপি) নির্বাচিত হয়েছেন প্রান্ত মোল্লা এবং ১৩৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক(জিএস) হয়েছেন আরমান হোসেন।
নির্বাচনে জয়ী বাকি ১৯ সদস্যের মধ্যে রয়েছেন সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সিদ্দিকী শিহাব, উপ কোষাধক্ষ্য আব্দুল্লাহ আল মামুন, দফতর সম্পাদক ইমতিয়াজ মাহমুদ রাফি,
উপ দপ্তর সম্পাদক ইসফাকুন নিসা ,প্রচার সম্পাদক মহিনুল ইসলাম, সাহিত্য সম্পাদক মশিয়ার রহমান উপ সাহিত্য সম্পাদক মেহেরাজুল ইসলাম, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নূরে জান্নাত।
সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা কামাল,উপসংস্কৃতিক সম্পাদক মুয়াজ, শিক্ষা গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, উপ শিক্ষা গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক ইশতিয়াজ মাহমুদ রাফি ,ক্রিয়া সম্পাদক মনিবুর রহমান মিতু,উপক্রিয়া সম্পাদক আফনাদ সিহাব,কার্যকরী ৪ সদস্য সুমাইয়া মাহমুদ রাফি, ইফতেখার আমির সম্রাট, সাকিব রেজা রায়হান এবং গোপাল চন্দ্র রায়।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে বিভাগের পক্ষ থেকে একজন শিক্ষক থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান কমলেশ চন্দ্র রায়সহ সহযোগী অধ্যাপক হান্নান মিয়া, সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেন এবং সহযোগী অধ্যাপক এ কে এম কাজী সাজ্জাদ হোসেন। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শওকাত আলী।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস)আরমান হোসেন বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। আর শিক্ষার্থীদের যাবতীয় দাবি দাওয়া তুলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে ছাত্র সংসদ। এটি শিক্ষার্থীদের পক্ষে স্বাধীনভাবে কাজ করে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ন্যায্য দাবি দাওয়া থাকে শিক্ষার্থীদের। এটি শিক্ষার্থীদের সৃজনশীলতার মাধ্যমে সমাজের উন্নতি, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নেতৃত্বের উন্নয়ন ঘটায়।
আশা করি ,সকলের সহায়তায় ছাত্র সংসদের আদৌলে গঠিত বেরোবির গণিত সমিতি এসব উন্নয়নশীল কাজ করতে বদ্ধপরিকর থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC