মে ৬, ২০২৫

মঙ্গলবার ৬ মে, ২০২৫

বেরোবির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

বেরোবির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বেরোবির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা/ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. এমদাদুল হকের বারবার দায়িত্বহীনতা ও শিক্ষার্থী বান্ধব আচরণ না থাকায় সকল শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। এসময় কয়েকজন শিক্ষার্থী তার পদত্যাগ দাবি করেন।

বিভাগীয় প্রধানের দায়িত্বে অবহেলা ও অসহযোগিতা এবং গতকাল রবিবার (৪ মে) রাতে ওই একজন ছাত্রকে ছিনতাইকারীরা কুপিয়ে আহত করলে বেশ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হলে ও বিভাগীয় প্রধান কৌশলে ঘটনা এড়িয়ে যান শিক্ষার্থীদের অভিযোগ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (৫ মে) বিভাগের সকল শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা বর্জন করেন।

তারা জানায়, আমাদের বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আসাদ ভাইকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন,বিভিন্ন বিভাগের শিক্ষক,আমাদেরও বেশ কয়েক শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঘটনাস্থলে যায় কিন্তু দুঃখের বিষয় আমাদের অভিভাবক বিভাগীয় প্রধান ড.এমদাদুল হক স্যার সেখানে যায়নি।

তারা আরও জানায়, এর আগেও প্রেসক্লাবে আমাদের বিভাগের শিক্ষার্থীদের সাথে এইরকম ঘটনা ঘটেছে। গতকালকেও একই ঘটনা ঘটেছে কিন্তু দুঃখজনক আমরা সন্ধ্যা ৬ থেকে রাত ১ টা পর্যন্ত ঘটনাস্থলে ছিলাম সেখানে বিভাগের অভিভাবক বিভাগীয় প্রধান এমদাদুল স্যার সেখানে যায়নি।

আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু জবাবদিহিতা চাই। তিনি আমাদের কাছে জবাবদিহিতা না করার পর্যন্ত আমাদের সকল ক্লাস-পরীক্ষা বর্জন করা হলো।

ক্লাস-পরীক্ষা বর্জনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হলে বিশ্ববিদ্যালয় জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

পোস্টের শিফাত খান লিংকন নামে একজন মন্তব্য করেন, সাব্বাশ। ডেপ্ট হেড পজিশন থেকে পদত্যা*গ করায় ছাড়বি। নো এক্স*কিউজ। নতুন না*টক দেখতে চাইনা।

হারিশ রায় মন্তব্য করেন, জবাবদিহিতা দরকার।

নীলকান্তমণি সরকার নামে আরেকজন মন্তব্য করেন, ওনাকে আজকের মধ্যে জবাব দিয়ে ক্ষমা চাওয়া উচিত। দেশে নিজ ইচ্ছায় চাকুড়ি করার আগের দিন আর নেই।

এই ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড.এমদাদুল হককে একাধিক বার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

আরও পড়ুন