
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ১২ বছর পর প্রায় ৩০০ জন কর্মচারী পদন্নোতি পেয়েছে।
শনিবার (২৮ জুন) ১১৩ তম সিন্ডিকেট সভায় এই পদন্নোতি দেওয়া হয়। আজ বুধবার (২জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কর্মচারী বাছাই বোর্ডের আহ্বায়ক প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। তিনি বলেন, দীর্ঘ ১২ বছর পর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পদন্নোতি দেওয়া হয়েছে।
কিন্তু বিগত প্রশাসন নানা টালবাহানা করে তা আটকিয়ে রেখেছিল।