জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ৫ আগস্ট আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য কর্মসূচি।
বিগত বছরে স্বৈরাচারের পতন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখার উদ্দেশ্যে জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রবিন্দু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এ ০৫/০৮/২০২৫ দিনব্যাপী গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।
সোমবার (৪ আগস্ট) জনসংযোগ,তথ্য প্রকাশনা দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫ আগস্টের কর্মসূচি প্রকাশ করা হয়।
সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে কর্মসূচি সূচনা করা হবে। জাতীয় পতাকা উত্তোলন পরবর্তী বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। উক্ত র্যালিতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ব্যান্ড পার্টি এবং ঘোড়ার গাড়ি।
র্যালিতে বিশ্ববিদ্যালয় এর সকল বিভাগ দপ্তর শাখার শিক্ষক শিক্ষার্থী কর্মচারীগণ অংশগ্রহণ করবেন। র্যালি শেষে প্রীতি খেলার আয়োজন করা হয়েছে।
জুলাই শহীদদের উদ্দেশ্যে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৭ টায় আতশবাজি প্রদর্শনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করা হবে এবং পরবর্তীতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান নাচ কবিতা পাঠ সহ নানা সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC