
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিজয় রেলি বের করা হয়। র্যালিটি পরে পার্কের মোড় এবং মডার্ন মোড় প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এসে সমাপ্ত হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন। র্যালির মাধ্যমে দিন ব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।
র্যালি পরবর্তী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোঃ শওকত আলী বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যতে শুধু এই বছর নয় প্রতিবছর জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের আশ্বাস জ্ঞাপন করেন। তিনি আরো বলেন যে, ১৬ বছরের ক্ষতি এক বছরে পূরণ করা সম্ভব নয়। তাই সবাইকে ভরসা রাখতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাঈদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা এবং বিচারে আর আওতায় আনার জন্য প্রশাসনকে আহ্বান জানান। তিনি আরো বলেন যেহেতু চারজন অপরাধী ধরা পড়েছে সেহেতু তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাকি অপরাধীদেরকেও শনাক্ত করা জরুরি। আবু সাঈদের হত্যাকারীদের ধরা না পড়ার পর্যন্ত তার পরিবার স্বস্তি পাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. ফেরদৌস রহমান।