জানুয়ারি ১০, ২০২৫

শুক্রবার ১০ জানুয়ারি, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার দরখাস্ত আহ্বান

Rising Cumilla - Begum Rokeya University Buses
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃক আয়োজিত আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দরখাস্ত আহবান করা হচ্ছে।

আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক ড. এ. টি এম জিন্নাতুল বাসারের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইভেন্ট গুলো হচ্ছে টেবিল টেনিস সিঙ্গেল ও ডাবল, ক্যারাম সিঙ্গেল ও ডাবল, ব্যাডমিন্টন ভাবল,ভলিবল দলীয় এবং দাবা।

আগ্রহী আবাসিক ছাত্রদের আগামী ১৯ জানুয়ারির মধ্যে হল অফিসে ইভেন্ট উল্লেখ পূর্বক নাম প্রদানের জন্য বলা হয়েছে। একজন ছাত্র সর্বোচ্চ ৩টি খেলায় আবেদন করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট সাইফুল ইসলাম বলেন, হলের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। তাই হল প্রশাসন থেকে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা চাই হলের প্রত্যেক আবাসিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।