জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পিস্তল হাতে দুই নারীসহ আটক তিন

Begum Rokeya University, Rangpur
ছবি: বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে আবু সাঈদ চত্ত্বরে (পার্কের মোড়) পিস্তল হাতে দুই নারীসহ তিন জনকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। এসময় তাদের কাছে থাকা কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় আবু সাঈদ চত্বরে (পার্কের মোড়) হলুদ রঙের একটি গাড়ি থেকে তাদের আটক করা হয়।

তাজহাট থানা পুলিশের ওসি শাহ আলম সর্দার বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি আর পিস্তল গুলো আসল কিনা সেগুলো তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।