ডিসেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ ডিসেম্বর, ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩০ আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন

Rising Cumilla - Begum Rokeya University Buses
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৩০ আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেন বেরোবির ভর্তি কমিটির আহবায়ক ড.মিজানুর রহমান।

তিনি বলেন, যত মেরিটই দেওয়া হোক না কেনো আসন ফাঁকা থাকবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আরো বেশি আসন ফাঁকা থাকতে দেখা যায়। সেখানে আমাদের ২২ বিভাগে মাত্র ৩০ টি আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ করা হয়েছে। আমরা সম্পূর্ণ আসন পূরণ করার চেষ্টা করলেও অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্যত্র চলে যায়।

বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয় ৩ ইউনিটের আসন সংখ্যা রয়েছে ১৩৯৫। এ ইউনিট (বিজ্ঞান) আসন ৭১৬, বি ইউনিট (মানবিক) ৩৬৬ এবং সি ইউনিট (ব্যবসায় শিক্ষা) ৩১৩।

এইদিকে বিশ্ববিদ্যালয় রেজিস্টার ও বেরোবির ভর্তি কমিটির সদস্য সচিব ড.হারুন অর রশিদ বলেন, ভর্তি কার্যক্রম শেষ করা, এটি আমাদের একক কোনো সিদ্ধান্ত নয়। জিএসটি গুচ্ছ ভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক একযোগে এই ভর্তি কার্যক্রম কার্যক্রম শেষ করা হয়েছে।