রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রক্টরিয়াল বডির অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফের ছয় যুগলকে আটক করা হয়।
সোমবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ক্যাম্পাসে এ অভিযান চালায়।
এতে ক্যাম্পাসের পুলিশ ফাঁড়ি মাঠ, ভিসি মাঠসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বেরোবি প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, প্রথমবারের মতো তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে তারা যদি এভাবে আইন ভঙ্গ করে অনৈতিক কর্মকান্ড করতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে জেল জরিমানর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC