বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে পৃথক পৃথক ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শন করেন। নবীন শিক্ষার্থীদেরকে বেরোবি ক্যাম্পাসে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসে সক্রিয় হওয়া উচিত। এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসের মাধ্যমে অর্জিত দক্ষতাগুলো শিক্ষার্থীদের পেশাগত এবং ব্যক্তিজীবনকে উপকৃত করবে।
নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র্যাগিং এর শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিক জানানোর আহবান জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিভাগ ও আবাসিক হলে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। সেখানে যে কোন অভিযোগ লিখিতভাবে জানাতে পারবে শিক্ষার্থীরা।
বেরোবি উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, সময়মতো পড়ালেখা ও ক্লাসে উপস্থিত হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং ছাত্রজীবন থেকেই সময়ানুবর্তিতার চর্চা করতে হবে।
উপাচার্য তাঁর বক্তৃতায় গত জুলাই-আগস্টের ট্রাজেডিতে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শহীদ আবু সাঈদকে স্মরণ করে বলেন, বিদ্যা চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সফল হলে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ স্বার্থক হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও নবীন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC