নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজাকার বিরোধী বিক্ষোভ মিছিল

Begum Rokeya University Chhatra League protest march against Razakar
ছবি: প্রতিনিধি

রাজাকার বিরোধী বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৪ টায় এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় হয়ে নগরীর মর্ডান মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের এক নং গেইটের সামনে দলীয় ব্যানারে ছাত্র সমাবেশে মিলিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে রোববার রাতে ক্যাম্পাসে ‘তুমি কে? আমি কে?, রাজাকার, রাজাকার’ স্লোগানে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বেরোবি শাখা ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশের আয়োজন করে। বেরোবি শাখা ছাত্রলীগ ছাড়া এই বিক্ষোভ মিছিলে যুক্ত হয় রংপুর মহানগর, রংপুর জেলা ও কারমাইকেল কলেজ ছাত্রলীগ। রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের এক নং ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কে অবস্থান করছে। কোটা আন্দোলকারীদের সাথে একবার সংঘর্ষের ঘটনাও ঘটে।

সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামিম বলেন,বাংলাদেশ ছাত্রলীগ সব সময় যৌক্তিক আন্দোলনের কে সমর্থন করে৷ গতকাল রাতে কোটা সংস্কারের আন্দোলনের নামে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করেছে যা আমাদের ছাত্র সমাজ কে ব্যথিত করেছে। আজ থেকে এই পবিত্র বাংলায় কেউ ‘রাজাকার রাজাকার’ স্লোগান দিলে তাদেরকে যোগ্য জবাব দিব।

শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন,হাইকোর্ট ২০১৮ সালের পরিপত্র বহাল রেখেছেন তাহলে এখন কিসের এত আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ভুল পথে ধাবিত করানো হচ্ছে। স্বাধীনতা বিরোধীরা তাদের আন্দোলনে ঠুকে সরকারকে উৎখাত করার পায়তারা করছে যা কোনো দিনই সফল হবে না।