চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশ করা হবে। মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিক্ষার্থীরা বরাবরের মতোই অনলাইন এবং এসএমএসের মাধ্যমে দ্রুত তাদের ফলাফল জানতে পারবেন। ফলাফল দেখার নিয়মে এবার কোনো পরিবর্তন আনা হয়নি।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দেখতে পারবেন শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-তে গিয়ে। ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট তথ্য (যেমন- রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড এবং পরীক্ষার বছর) পূরণ করে সাবমিট করলেই ফলাফল দেখা যাবে। শিক্ষার্থীরা চাইলে তাদের রেজাল্ট শিটও ডাউনলোড করে নিতে পারবেন।
সাধারণ শিক্ষা বোর্ড: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিন, এরপর আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর (যেমন- Dhaka বোর্ডের জন্য Dha) লিখুন, একটি স্পেস দিয়ে আপনার রোল নম্বর লিখুন, আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর (2025) লিখুন এবং 16222 নম্বরে পাঠিয়ে দিন। উদাহরণ: SSC Dha 123456 2025
মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল): দাখিল পরীক্ষার ফল জানতে Dakhil লিখে একটি স্পেস দিন, এরপর MAD লিখুন, একটি স্পেস দিয়ে আপনার রোল নম্বর লিখুন, আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর (2025) লিখুন এবং 16222 নম্বরে পাঠিয়ে দিন। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই আপনার নম্বরে ফলাফল চলে আসবে। উদাহরণ: Dakhil MAD 123456 2025
কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল): কারিগরি বোর্ডের ফলাফল জানতে SSC লিখে একটি স্পেস দিন, এরপর TEC লিখুন, একটি স্পেস দিয়ে আপনার রোল নম্বর লিখুন, আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর (2025) লিখুন এবং 16222 নম্বরে পাঠিয়ে দিন। উদাহরণ: SSC TEC 123456 2025
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের EIIN নম্বর ব্যবহার করে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC