মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে ঢাকা-কুমিল্লাসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার ফলে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, মৌসুমী নিম্নচাপের কারণেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে। বিশেষ করে রাজশাহী ও খুলনা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তিনি জানান, ঢাকায় বিকেল থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, তবে একদম বন্ধ হবে না; হালকা ঝিরিঝিরি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
তিনি আরও যোগ করেন, আগামীকাল বুধবার (১৬ জুলাই) ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে দেশের বাকি পাঁচটি বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় রয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাব প্রবল অবস্থায় রয়েছে, যা চলমান বৃষ্টিপাতের প্রধান কারণ।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC