মে ২১, ২০২৫

বুধবার ২১ মে, ২০২৫

বৃষ্টির দিনে ভেজা কাপড় শুকানো নিয়ে ঝামেলা? জেনে নিন ৫ কার্যকরী উপায়

clothes drying
প্রতীকি ছবি/সংগৃহীত

কয়েকদিনের ভ্যাপসা গরমের পর সারাদেশে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। এতে একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত, তেমনই বেড়েছে আর্দ্রতা। তীব্র গরমের পর ঝুম বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও, ভেজা কাপড় শুকানো এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তবে কিছু সহজ কৌশল জানা থাকলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। জেনে নিন বৃষ্টিভেজা দিনে দ্রুত কাপড় শুকানোর কিছু কার্যকরী টিপস:

কাপড় নিংড়ানো জরুরি

বৃষ্টিভেজা দিনে কাপড় শুকানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো পরিষ্কার করার পর তা ভালোভাবে নিংড়ে নেওয়া। কাপড় থেকে যতটা সম্ভব পানি ঝরিয়ে নিলে শুকানোর সময় অনেকটাই কম লাগে। তাই ওয়াশিং মেশিন ব্যবহার করলে এক্সট্রা স্পিন অপশনটি ব্যবহার করুন, আর হাতে ধুলে ভালো করে চিপে নিন।

ফ্যানের ব্যবহার

বাড়িতে টেবিল ফ্যান থাকলে এই সময় সেটি দারুণ কাজে দেবে। ভেজা জামাকাপড় হ্যাঙ্গারে টাঙিয়ে টেবিল ফ্যানের সামনে রাখুন। ফ্যানের হাওয়ায় দ্রুত কাপড় শুকিয়ে যাবে।

হেয়ার ড্রায়ারের কেরামতি

হেয়ার ড্রায়ার শুধু চুল শুকানোর জন্য নয়, ভেজা কাপড় শুকানোর জন্যও এটি দারুণ কার্যকর। ড্রায়ারকে ‘কুল সেটিং’ অপশনে রাখুন। তারপর কাপড় থেকে প্রায় ৬ ইঞ্চি দূরে রেখে ধীরে ধীরে শুকিয়ে নিন।

তবে খেয়াল রাখবেন, এক জায়গায় বেশি সময় ধরে ড্রায়ার ব্যবহার করবেন না, এতে কাপড় ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইস্ত্রি করে নিন আধা-শুকনো কাপড়

কাপড় যখন আধা-শুকনো হয়ে আসবে, তখন সেটি ইস্ত্রি করে নিতে পারেন। এতে একদিকে যেমন কাপড় পুরোপুরি শুকিয়ে যাবে, তেমনই কোনো দাগ পড়ার আশঙ্কাও থাকবে না। তবে সরাসরি ভেজা কাপড়ে ইস্ত্রি না করে, একটি শুকনো তোয়ালের ওপর ভেজা কাপড়টি রাখুন। তার ওপর আরেকটি শুকনো তোয়ালে দিয়ে তারপর ইস্ত্রি করুন। এতে তোয়ালে আর্দ্রতা শুষে নেবে এবং কাপড় ভালোভাবে শুকাবে।

ডিহিউমিডিফায়ার থাকলে সুবিধা

যদি আপনার বাড়িতে ডিহিউমিডিফায়ার থাকে, তবে সেটি ব্যবহার করে ঘরের আর্দ্রতা কমিয়ে নিন। ঘরের আর্দ্রতা কম থাকলে সিলিং ফ্যানের বাতাসেই কাপড় দ্রুত শুকিয়ে যাবে। এটি বর্ষার দিনে ভেতরের কাপড় শুকানোর জন্য খুবই কার্যকর একটি পদ্ধতি।

আরও পড়ুন